Close

মাধুরীর পুজো উপহার ‘মা গো মা দুর্গা মা’

আনন্দ সংবাদ লাইভ :পুজোয় নতুন পোশাক-আশাকের সঙ্গে বাঙালির পুজোর গান থাকবে না তা কখনও হয়নি। জনপ্রিয় সঙ্গীত শিল্পী মাধুরী দে দর্শক-শ্রোতাদের উপহার দিচ্ছেন পুজো স্পেশাল মিউজিক ভিডিও ‘মা গো মা দুর্গা মা‘।এই মিউজিক ভিডিওতে গানের পাশাপাশি অভিনয়ও করতে দেখা যাবে স্বয়ং গায়িকাকে। গানের সুরও তাঁরই দেওয়া। কথা অপরাজিতা চক্রবর্তীর।মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন প্রতাপ ঘোষ। অ্যারেজমেন্টে সৌরভ বাবাই চক্রবর্তী। কোরিওগ্রাফি সৌমেন ঘোষের।মেকআপে পারমিতা।অক্টোবরের মাঝামাঝি মুক্তি পাবে মাধুরীর ২০২০-র পুজোর গান।

শুটিং-এ বিভিন্ন দৃশ্যে মাধুরী

Leave a Reply

0 Comments
scroll to top