নিজস্ব প্রতিনিধি:হুগলি, পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা দফতরের উদ্যোগে ৬ ই জানুয়ারি শনিবার হুগলি জেলার সদর মহকুমার ১৪ তম বার্ষিক ‘মাদ্রাসা গেমস & স্পোর্টস’ অনুষ্ঠিত হল হেনোপাড়া সিনিয়র মাদ্রাসার ক্রীড়া প্রাঙ্গণে।এই খেলায় সদর মহকুমার মোট২১টি মাদ্রাসার প্রায় ৩০০ জন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে,খেলায় মোট ৩১টি ইভেন্ট অনুষ্ঠিত হয়।খুব সুন্দর পরিবেশে খেলোয়াড়সুলভ মানসিকতার পরিচয় দিয়েছেন প্রতিযোগীরা। বিভিন্ন মাদ্রাসা থেকে আগত শিক্ষক শিক্ষিকারাও আজকের খেলার আয়োজন ও সুষ্ঠভাবে সম্পন্ন হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।আর আজকের খেলার সবকিছু দায়িত্ব যিনি নিজের কাঁধে তুলে নিয়ে সুষ্ঠ ও সুন্দর ভাবে পরিচালনা করেছেন,যার কথা না বললেই নয়,তিনি হলেন সদর মহকুমার মাদ্রাসা গেমস & স্পোর্টস’এর সম্পাদক সেখ মহঃ ওসমান গনি।আর এখান থেকে প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী প্রতিযোগী আগামী ৯ ই জানুয়ারি ফু্রফুরা শরীফে অনুষ্ঠিত ১৪ তম ‘হুগলি জেলা মাদ্রাসা গেমস & স্পোর্টস’এ অংশ গ্রহণ করার সুযোগ পাবে।