Close

মাকালপুর-এ রক্তদান শিবির


নিজস্ব প্রতিনিধি; হুগলির মাকালপুর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে মাকালপুর পাঠাগার প্রাঙ্গণে রক্তদান শিবিরের উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক অসীমা পাত্র । শিবিরে উপস্থিত থেকে রক্তদান এ উৎসাহিত করেন ব্লক তৃণমূল সভাপতি সুভাষ ঘড়া,পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মহিবুল ইকবাল ,সমর ঘোষ ,জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তী, বিশিষ্ট সাংবাদিক নৌশাদ মল্লিক, গ্রাম পঞ্চায়েত প্রধান অঞ্জন সিংহরায়,তৃণমূল ব্লক সহ-সভাপতি সোমনাথ খাঁ ,জেলা পরিষদ সদস্য রঞ্জন ধাড়া, মৌসুমী সাঁতরা প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন অভিষেক ঘোষ। ৮০ জন মহিলা পুরুষ শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন।

Leave a Reply

0 Comments
scroll to top