Close

মন মাঝি


✍️শ্যামসুন্দর মালিক

মন মাঝি টা বৈঠা বায়
দুর সাগরে কোন সে গাঁয়
হার মানে না -হার মানে না
নেংটি পরা আদুল গায় ।

উজানেতে নৌকা বাহি
আকাশ পানে চাহি- রহি
হে ভগবান হে ভগবান
দুঃখ এত সইতে নারি ।

বউ -বাচ্ছা ঘরের কোণে
বেরিয়ে পড়ি পেটের টানে
দিন উপোসী বউ বাচ্ছা
আল্লা হরি সবাই- জানে ।

মনমাঝি আর হাল টানে না
জীবন ভাসে নয়ন জলে
সিন্ধু সেচে মুক্তা খুঁজি
সেও নাকি সাগর তলে ।

কপাল আমার সাথ দেয় না
জীবন কাঁদে সাগর পারে
ভাঙা তরীর দাম কি আছে
মনমাঝি টা কাঁদছে ঘরে ।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top