শেখ সিরাজ:পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের মণিরামবাটিতে প্রতি বছরের মতো এ বছরও সাড়ম্বরে অনুষ্ঠিত হলো মনিরামবাটি অন্নপূর্ণা বান্ধব সমিতি পরিচালিত ৭৬ তম অন্নপূর্ণা পূজা এবং ১৮ ই এপ্রিল বৃহস্পতিবার ২৯ তম ‘ অন্নদা ‘ সাহিত্য পত্রিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় ও স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এলাকার প্রবীণ লেখক ও সদস্য সুধীর উপাধ্যায় এর প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন বিশিষ্ট শিশু সাহিত্যিক ও কবি সতীরঞ্জন আদক,বিজন গঙ্গোপাধ্যায় , বিজন দাস,সুরমান আলি মল্লিক, সন্দীপ রায়,আফজাল আলি,অরুন কুমার মান্না,নাসিরা বেগম, দীপ্তি চক্রবর্তী, অমিতাভ ঘোষ,সুকুমার দত্ত,কুশল মোদক ,অশোক কুমার দাস,মোহন কর্মকার প্রমুখ।অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ‘ অন্নদা ‘ পত্রিকার সম্পাদক কাশীনাথ মোদক ও কবি অরুন কুমার মান্না।সমগ্র অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিলেন জগদীশ অধিকারী। সমিতির সদস্য নূর আমিন মন্ডল ,কবি ও ছড়াকার ভবানী প্রসাদ মজুমদার , পার্থ প্রতীম সাহানা, সন্ধ্যা রং এবং রাম চট্টখুন্ডি এর প্রয়াণে এক মিনিট নীরবতা পালন করা হয়।