Close

মডেলিং ও অভিনয়ের মাধ্যমে সকলের নজর কাড়ছেন পুষ্পিতা লোধ

গোপাল দেবনাথ : এই বিশ্বের সকল মানুষই সুন্দরের পূজারী সে পুরুষ হোক বা নারী। কথায় আছে সুন্দর মুখের জয় সর্বত্র। স্বর্গ বা মর্ত যেখানেই হোক অনন্তকাল ধরে সুন্দরীদের কদর করা হয়। একটা সময় ছিল সুন্দরীরা নিজেদের রূপচর্চা করলেও পর্দানসীন থাকতেন, জনমানসে তাদের রূপ প্রদর্শন করার কোনো সুযোগ ছিল না। আজকের দুনিয়ায় নারী এবং পুরুষদের নিজের সৌন্দর্য প্রদর্শন করার যথেষ্ট সুযোগ হাতের কাছে এসে গেছে। বিশ্বজুড়ে নানান সংস্থা দ্বারা আয়োজিত সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়ী হয়ে মডেল সুন্দরীরা তাদের সুষ্ঠ জীবন যাপনের রাস্তা খুঁজে পাচ্ছেন। এই সৌন্দর্য প্রতিযোগিতার মাধ্যমে তারা বিজ্ঞাপন এর মডেল হিসেবে কাজ করছেন এমনকি  সিনেমা ও সিরিয়ালে অভিনয় করার অনায়াসে সুযোগ পেয়ে যাচ্ছেন। এই শহর কলকাতায় এমন একজন সুন্দরী মডেল ও অভিনেত্রী আছেন যিনি ইতিমধ্যে বহু ফ্যাশন শোতে মডেল হিসেবে সকলের নজর কেড়েছেন তিনি হলেন পুষ্পিতা লোধ। এই সুন্দরী ইতিমধ্যে বহু বিজ্ঞাপনে মডেল হিসেবে দর্শকদের নজর কেড়েছেন। এই করোনা অতিমারীর মাঝেও বহু শর্টফিল্ম এবং ওটিটি প্লাটফর্মের জন্য অভিনয়ের কাজ চালিয়ে যাচ্ছেন। আগামীদিনে তাকে বড়পর্দায় দেখা যাবে বলে জানালেন মডেল ও অভিনেত্রী পুষ্পিতা। ক্রিসমাস সময়ে তাকে দেখা গেল গ্ল্যামারাস লুকে। এই অভিনেত্রীর বেশ কিছু কাজ আগামী কিছুদিনের মধ্যেই দেখা যাবে।

Leave a Reply

0 Comments
scroll to top