Close

মঙ্গলকোট পুলিশের উদ্যোগে ইফতার মজলিস

পারিজাত মোল্লা, মঙ্গলকোট: বুধবার বিকেলে পূর্ব বর্ধমান জেলা পুলিশের পরিচালনায় মঙ্গলকোট থানা সংলগ্ন লালডাঙ্গা মাঠে ইফতার মজলিস আয়োজিত হলো। জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদা পূর্ণ অফিসারদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিরা ছিলেন এই ইফতার মাহফিলে।মঙ্গলকোটের ১৪০ টির বেশি মসজিদের ইমাম – মোয়াজ্জেনদের পাশাপাশি বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের স্থানীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন।দু হাজারের বেশি ধর্মপ্রাণদের আগমন ঘটে এই ইফতারে। মঙ্গলকোট থানার আইসি পিন্টু মুখার্জির উদ্যোগে এলাকায় সর্ববৃহৎ ইফতার মজলিস টি বসলো বুধবার বিকেলে। ইতিপূর্বে এই পুলিশ অফিসার এলাকার ক্রীড়া উন্নয়নে দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট আয়োজিত করেছিলেন বিদেশি ফুটবলারদের নিয়ে।সেইসাথে করোনাকালে পথকুকুরদের বিভিন্ন সড়কমোড়ে নিজ তদারকিতে খাইয়েছিলেন।সর্বপরি ইয়াস ঝড়ের প্রাক্কালে শতাধিক পথ ভিক্ষুকদের বাড়ি বাড়ি বিভিন্ন খাদ্যসামগ্রী পৌঁছেও দিয়েছেন। সেখানে ১৪০ টির বেশি মসজিদের ইমাম – মোয়াজ্জেনদের পাশাপাশি বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের স্থানীয় নেতৃত্বদের নিয়ে ইফতার মজলিসের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিলেন মঙ্গলকোট থানার আইসি পিন্টু মুখার্জি। তিনি বলেন – ” বিদ্রোহী কবির মামার বাড়ি এই মঙ্গলকোট ( কুলশোনা) ,  যিনি সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন। সেখানে ইফতার মজলিসের মাধ্যমে ঐক্যের বার্তা দেওয়াটা সত্যিই গর্বের”। 

Leave a Reply

0 Comments
scroll to top