Close

ভিন্ন ভাবনায় ফ্যাশন ডিজাইনার ইরানী মিত্রের শারদ সম্মাননা পেলেন দশ জন “গুণী মানুষের পাড়া”

তফাৎ চিন্তাধারায়। তারই বহিঃপ্রকাশ ঘটে তার তৈরী পোশাকে, তিনি কলকাতার স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার ইরানী মিত্র।
২০২১ সাল থেকে তার পোশাকের ব্র্যান্ড প্রদান করছে শারদ সম্মাননা। প্রতি বারের ন্যায় এবারও ইরানী মিত্রের শারদ সম্মানের বিশেষত্ব আলোক সজ্জা প্রতিমা কিংবা মণ্ডপ সজ্জা নয় মানুষের মধ্যে ঈশ্বর কে খুঁজে নেওয়ার চেষ্টায় পজিটিভ সোল আওয়ার্ড।সমাজের বিভিন্ন স্তরের অবদান রাখা গুণী মানুষ দের জন্য পুরস্কৃত হল তাদের পাড়া ক্লাব কিংবা আবাসন।
সেরকমই এবছর পুরস্কৃত হচ্ছেন ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার গোলকিপার স্পাইডারম্যান সুব্রত পালের পাড়ার ক্লাব, বিশিষ্ট অভিনেতা দীপঙ্কর দে,দোলন রায়ের হাইল্যান্ড পার্কের আবাসন, বিখ্যাত সঙ্গীত শিল্পী অন্বেষা দত্ত গুপ্ত সুপার মডেল মাধবীলতা মিত্রের আবাসন, এছাড়াও ভিত্তাল মহারাজের মহামিলন মঠ থেকে শুরু করে পন্ডিত স্বপন সেন, ব্রহ্মতোষ চ্যাটার্জির পাড়ার স্থানীয় পূজা কমিটি গুলি।সেই সঙ্গে পুরস্কৃত হেলেন কেলার ন্যায় মূক বধির অন্ধ কিন্তু অনন্য গুণের অধিকারিণী নৃত্যশিল্পী ও মডেল এলিস উইলিয়ামের পাড়ায় সাজ সাজ রব কারণ তার এমন অনন্য গুণের কারণে তিনি বহু মানুষের অনুপ্রেরণা হয়ে উঠেছেন ,সেই কারণে পুরস্কার পাচ্ছে তার পাড়ার ক্লাব।
রানাঘাটের পাপিয়া কর পথশিশু ও মানুষদের জন্যে সারাবছর নানা কর্মকাণ্ড করেন তাই তার
এই কৃতিত্বের জন্যে পুরস্কৃত হচ্ছে তার পাড়ার ক্লাব।
এমন ভিন্ন ধারা পুরস্কার তাদের পাড়ার ও স্থানীয় সকলের কাছে খুব আকর্ষণীয় হয়ে উঠেছে।
ডিসাইনার ইরানী মিত্র এ প্রসঙ্গে বলেন আগামী দিনেও আমরা সমাজের বিভিন্ন প্রতিভাধর গুণী মানুষ দের খুঁজে বের করব এবং সম্মানিত করব।মহা চতুর্থীতে ইরানী মিত্রের সাথে সম্মাননা প্রদানে হাজির ছিলেন তার ব্র্যান্ড মডেল গীতিকার দিব্যদ্যুতি সঞ্চালিকা মডেল শালিনী যোগা প্রশিক্ষক রিক্তা সঙ্গীত শিল্পী সাগরিকা মডেল রচনা মডেল রূপালী মডেল রাজরশ্মি সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Reply

0 Comments
scroll to top