Close

ভালো মানুষ

✍️মহুয়া বেগম

  • কেমন আছিস ফিরোজা ?
    ফোনে এমন আন্তরিক কন্ঠস্বর শুনে ফিরোজার খুব ভালো লাগলো
    এবং বলল- এখন ভালো আছি বোধহয় পল্লবী তোর আন্তরিক কন্ঠস্বর শুনে।
  • থাক বাবা, ভালো থাকবি এটাই তো চাই।
  • কিভাবে ভাল থাকি বল পল্লবী? কোনো এক ভদ্রলোকের প্রতারণায় ভালো থাকতে পারছি না।
  • কোন্ ভদ্রলোক?
  • কোনো এক প্রোমোটার ভদ্রলোক!
  • যে ঠকায় তাকে ভদ্রলোক বলছিস ? সে যেই হোক কথা দিয়ে যে কথা রাখে না, কোনো মানুষকে দুশ্চিন্তায় রাখে বা কাঁদায়, সেই লোককে ভদ্রলোক বা ভাল মানুষ বলা যায় কি? ভালো চেহারা আর দামি পোশাক পরলেই কি ভদ্রলোক হওয়া যায়? এমন অনেক মানুষ আছে যারা ভোর থেকে রাত্রি পর্যন্ত পরিশ্রম করে যায়। সারাজীবন দামি পোষাক পরেনি এবং চিরকাল খুব সাধারণ খাবার খায়। এদের অনেকেই সৎ এবং কেহ কেহ চিরকাল গরীব, নিপীড়িত অসহায় মানুষের পাশে থাকে, এদেরকে প্রকৃত ভদ্রলোক বা ভালো মানুষ বলা যায়। এদের অনেকেই তো বয়স্ক, অসুস্থ এবং রাজনীতির মানুষও নয় তবুও এরা চিরকাল মানুষের সমস্যায় বা দুঃখে কষ্টে তাদের পাশে থাকে।
  • হ্যাঁ, তবে তুইও বোধহয় ভালো মানুষ পল্লবী,এই যে ফোন করিস দুঃখে পাশে থাকিস তাই প্রিয় বান্ধবী পল্লবী তুইও ভালো মানুষ।
  • দ্যাখ্ ফিরোজা- এই সামান্য ফোন করে খবর নেওয়া বা ভালোরাখার চেষ্টা যদি ভালো মানুষের পরিচয় হয়, তাহলে ভালোমানুষ । তবে প্রকৃত ভালোমানুষ তাদেরই বলে যারা রাজনীতির লোক না হয়েও শুধুমাত্র হৃদয়বান মানুষ হয়ে গরীব বা অসহায় মানুষের পাশে থাকে।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top