Close

ভারতীয় রেলওয়ে মালগুদাম শ্রমিক ইউনিয়নের ১১ তম কনভেনশন

নিউদিল্লিঃ ৮ই নভেম্বর ভারতীয় রেলওয়ে মালগুদাম শ্রমিক ইউনিয়নের ১১ তম কনভেনশন হল নিউদিল্লির ড:আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারে । বিগত ১১ বছর ধরে এই ইউনিয়ন রেলের মাল গুদামের শ্রমিকদের দাবি দাওয়া, বঞ্চনা, লাঞ্চনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। ধর্না দিয়ে, ডেপুটেশন দিয়ে দিনের পর দিন এরা শ্রমিকদের স্বার্থে লড়ছে। এই ইউনিয়নের সভাপতি পরিমল কান্তি মন্ডল মহাশয় বলেন,” রেলের মালগুদামের বঞ্চনা,লাঞ্চনার বিরুদ্ধে লড়াই এ আমরা শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছি।কেন্দ্রীয় সরকার আমাদের দাবির সঙ্গে সহমত হয়েছে। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি শ্রমিকদের স্বার্থ সিদ্ধি করতে পারব।” এছাড়াও কোনভেসনে বক্তব্য রাখেন সংগঠনের সম্পাদক বিদ্যাধর মল্লিক, সহ সভাপতি ইন্দুশেখর চক্রবর্তী ও কেন্দ্রীয় কমিটির সদস্য চন্দ্রনাথ হালদার,আশিস বাউড়ি,বলরাম মল্লিক, ও অন্যান্যরা।

Leave a Reply

0 Comments
scroll to top