Close

বেলেঘাটা নবমিলন ৯৫ তম বর্ষে নিবেদন করলো “পুরাতনের পুরাতনী”

গোপাল দেবনাথ : বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের অন্যতম প্রাচীন দুর্গাপুজো যা প্রায় শতবর্ষের দোরগোড়ায় পৌঁছে গেছে। সেই সংস্থার নাম বেলেঘাটা নবমিলন। বেলেঘাটা নবমিলন তারা ৯৫ তম বর্ষে নিবেদন করলো “পুরাতনের পুরাতনী” একটি অসাধারণ ভাবনা। ভাবনার ক্যাচ লাইন ‘পুরোনো শিল্প নতুন কাজ যা ছিল কাল তা আজ’। লাল ইট ও টেরাকোটা দিয়ে সাজানো মণ্ডপের ভিতরে গেলে মনে হবে আপনি অন্য কোথাও ভ্রমণে চলে গিয়েছেন। মণ্ডপ দেখে  চোখ জুড়িয়ে যাবে। স্মৃতি হিসেবে ছবি তোলার আদর্শ জায়গা। দুর্গা মায়ের মূর্তি ও নজর কাড়বে। পরিকল্পনা ও রূপায়ণে :- শান্তিনিকেতন এর সুজিৎ পাত্র। সহযোগিতায় :- শুভেন্দু পাত্র। বেলেঘাটা সি এই টি রোডে বেলেঘাটা থানার আগে সি ই এস সি অফিসের পাশের রাস্তা। পাঠকরা একবার দেখে আসতে পারেন।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top