Close

বেঙ্গলি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড(Bfta) ২০২৪

‘বেঙ্গলি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড’ (Bfta)অনুষ্ঠিত হয়ে গেল নজরুল মঞ্চে। ‘রেডওয়াইন এন্টারটেইনমেন্ট’ এর উদ্যোগে বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন সিরিয়ালে বিশেষ অবদানের জন্য কলাকুশলীদের এই পুরস্কার দেওয়া হয়। ১১ আগস্ট রবিবার, প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন চলচ্চিত্র পরিচালক অনিন্দ্য সরকার, অভিনেত্রী তনুকা ভট্টাচার্য্য, সঙ্গীতশিল্পী লাজবন্তী রায়, আয়োজক অভিজিৎ গুপ্ত, আলোকচিত্র শিল্পী ও পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব বিভাগের যুগ্ম কমিশনার অনুপম হালদার, রাজস্ব বিভাগের আর এক যুগ্ম কমিশনার পাঞ্চালি মুন্সী প্রমুখ।

এদিন ‘বেঙ্গলি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড’ দেওয়া হয় পরিচালক কৌশিক গাঙ্গুলি,সৃজিৎ মুখোপাধ্যায়,সঙ্গীতশিল্পী অনুপম রায়, ইমন চক্রবর্তী, অভিনেতা জিৎ, খরাজ মুখার্জি, সাহেব ভট্টাচার্য্য, বিশ্বনাথ বসু,যীশু সেনগুপ্ত অভিনেত্রী পাওলি দাম, অপরাজিতা আঢ্য,গৌরব চট্টোপাধ্যায়,পল্লবী শর্মা,কাঞ্চনা মৈত্র, চিত্র নাট্যকার পদ্মনাভ দাশগুপ্ত,মেকআপ আর্টিস্ট সোমনাথ কুন্ডু, সহ আরো বেশ কয়েকজন শিল্পীকে।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন রাখী দত্ত ও মধুবন্তী।

অ্যাওয়ার্ড সেরিমনির আরো বেশ কিছু মুহূর্ত রইলো আপনাদের জন্য

Leave a Reply

Leave a comment
scroll to top