Close

বৃক্ষ রোপন ও বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি:পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে গলিগ্রাম,বর্ধমানে একটি বৃক্ষ রোপন ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল।সারাদিন ব্যাপী এই অনুষ্ঠানে গ্রামের প্রায় ৩৫০ থেকে ৪০০ মানুষকে বস্ত্র বিতরণ করা হয়।পূজো প্রাক্কালে এই উপহার পেয়ে গ্রামের প্রতিটি ব্যক্তি খুব খুশি।তারা সবাই মিলে এই অনুষ্ঠানে যোগ দেন এবং খুব আনন্দের সাথে হাতে তুলে নেন এই উপহার সামগ্রী।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাবনা শর্মা,(সংগঠন মন্ত্রী),শ্রী তুলসীদাস মিশ্র,(রাষ্ট্রীয় মন্ত্রী), কিরণ শর্মা,(বেঙ্গল মহিলা প্রদেশ অধ্যক্ষ) এছাড়াও অনেক বিশিষ্ঠ ব্যাক্তিরা।সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় ছিল পন্ডিত দিনদয়াল উপাধ্যায় বিচার সংঘ(ভারত)

Leave a Reply

0 Comments
scroll to top