Close

বিয়ে করলেন অভিনেতা আরুষ দত্ত

নিজস্ব প্রতিনিধি:করোনা পরিস্থিতি অব্যাহত কিন্তু তারই মধ্যে গত ২৭ নভেম্বরে অভিনেতা আরুষ দত্ত বিয়ে করলেন তার কলেজের বান্ধবী পায়েল দাসকে । সব রকমের সরকারি নিয়ম মেনে বিয়ের আয়োজন করা হয়েছিল আরুষের গ্রামের বাড়ি পুরুলিয়াতে। এই মুহূর্তে আরুষ অভিনয় করছেন স্টার জলসার ‘প্রথমা কাদম্বিনী’ মেগা ধারাবাহিকে লালকমল দত্তের চরিত্রে ।

এর আগে আমরা আরুষকে দেখেছি ‘জয় বাবা লোকনাথ’, ‘জগৎ জননী মা সারদা’র মতো মেগায় ।
পায়েল পেশায় একটি বেসরকারি কোম্পানির সঙ্গে যুক্ত এবং সাথে মডেলিংও করেন নিয়মিত।

আরুষ এবং পায়েলের পরিচয় তাদের কলেজ জীবন থেকেই।প্রথমে তাঁরা খুব ভালো বন্ধু ছিলেন পরে বন্ধুত্ব গড়ায় প্রেমে এবং বিয়েতে। এবং এখনও আছে। আস্তে আস্তে তাদের বন্ধুত্ব ভালোবাসায় পরিনত হলো।শেষে বিয়ের সিদ্ধান্ত দুজনের।২৭ নভেম্বর তাদের সম্পর্ক পূর্ণতা পেল এবং তারা একসাথে শুরু করল তাদের নতুন জীবন।

আনন্দ সংবাদ লাইভ-এর পক্ষ থেকে আরুষ এবং পায়েলকে জানাই তাদের বিবাহিত জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা ।

Leave a Reply

0 Comments
scroll to top