Close

বিয়ের পিঁড়িতে লাবনী

By Ramiz Ali Ahmed

তাঁর শুরুটা হয়েছিল ‘ভালোবাসা ডট কম’ দিয়ে।তারপর ‘স্বপ্ননীড়’,’সাহিত্যের সেরা সময়’-এ ‘রূপসী বিহঙ্গিনী’,’ভালোবাসা ভালোবাসা’ মেগা ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে।

বাবার সাথে লাবনী

কখনও আবার ‘ছদ্মবেশী’ ধারাবাহিকে পুষ্পার চরিত্রে,কখনও আবার ‘দীপ জ্বেলে যাই’ ধারাবাহিকে শালিনী শর্মার চরিত্রে, কখনও আবার ‘জয় বাবা লোকনাথ’-তে হেমনলিনীর চরিত্রে,কখনও আবার ‘কে আপন কে পর’-এ মিটি,সম্প্রতি ‘হইচই’-এর ওয়েব সিরিজ ‘বউ কেন সাইকো’তেও কাজ করেছেন তিনি।

ঠাকুমার সাথে লাবনী

এতক্ষণ নিশ্চিয়ই বুঝে গেছেন কার কথা বলছি…হ্যাঁ ঠিকই ধরেছেন তিনি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী লাবনী ভট্টাচার্য।জনপ্রিয় এই অভিনেত্রী আজ বিয়ের পিড়িতে বসলেন।বিয়ের অনুষ্ঠান হয়ে গেল লাবনীর বাড়ি হুগলির ভদ্রেস্বরের কাছেই মানকুন্ডু-তে সুন্দর এক মনোরম পরিবেশে ‘আম্রকুঞ্জ’-এ।

লাবনী প্রিয় মম-এর সাথে

পাত্র WBCS(এক্সিকিউটিভ) অফিসার।নাম অমরজ্যোতি সরকার।নিউটাউনের বাসিন্দা।

পাত্র অমরজ্যোতি সরকার

বিয়ের সাজে অভিনেত্রী জানালেন,”মাত্র ২৫ দিনের আয়োজনে বিয়েটা।কাউকেই জানাতে পারিনি।পরে কলকাতায় একটা পার্টি দেবো।”

প্রিয় বান্ধবী তানিয়া গাঙ্গুলি’র সঙ্গে

বিয়ের পরেও অভিনেত্রী অভিনয়ে নিয়মিত থাকবেন।অভিনেত্রীর বিয়েতে খাওয়ার মেনু ছিল জমজমাট।ফিশফ্রাই, বেবিনান, চিকেন আচারিয়া, পোলাও,চিংড়ির মালাইকারি,কাতলা মাছের কালিয়া,মাটন কসা,পাঁপড়, চাটনি,লর্ড চমচম, রাজভোগ।লাল বেনারসিতে বিয়ের সাজে সুন্দরী লাবনী হয়ে উঠেছিল অপরূপা।

হুমায়ুন কবির( চন্দননগর পুলিশ কমিশনারেট )-এর সঙ্গে লাবনী
প্রিয় বান্ধবীর সঙ্গে খুনসুটিতে লাবনী
দাদুর সঙ্গে লাবনী

ছবি:বিশ্বজিত সাহা

Leave a Reply

0 Comments
scroll to top