Close

চর্মরোগ বিশেষজ্ঞ,সুচিকিৎসক ডাঃ উপ্পল হাজরার নৈতিকতা ও মানবতা

ডাঃ উপ্পল হাজরা

সম্প্রতি আনন্দ সংবাদ ওয়েব পোর্টালে কোভিড-১৯ বিষয়ে ডাঃ উপ্পল হাজরার কিছু লেখা দেখে এই ভাইরাস সম্পর্কে আরও কিছু তথ্য জানতে পারলাম।এই ভাইরাস সম্পর্কে যত জানা যায়,তত জ্ঞান সঞ্চয় হয়।বিভিন্ন বিষয়ে তাঁর আরো লেখা পেলে ভালো।ডাঃ উপ্পল হাজরা স্কুল জীবন থেকেই অত্যন্ত মেধাবী ছাত্র এবং পড়াশোনায় খুবই মনোযোগী।আমি এই ডাক্তারবাবুকে বহুদিন আগে থেকেই চিনি।অত্যন্ত ভদ্র, সৎ ও জ্ঞানপিপাসু উপ্পল হাজরা মানবিকগুন সম্পন্ন ন্যায়পরায়ণ মানুষ।লকডাউনের সময়ে এক বয়স্ক শিক্ষিকাকে ফোনের মাধ্যমে যেভাবে সুচিকিৎসা দিয়েছেন বিনা পয়সায় এবং বিনা স্বার্থে তা জানলে তাঁর অনেক নৈতিকতা ও মানবতার পরিচয় পাওয়া যায়।এই বয়স্ক শিক্ষিকা তাঁর স্কুলের শিক্ষিকা।চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ উপ্পল হাজরা চর্মরোগ এবং বিভিন্ন সাধারণ রোগ সারিয়ে তুলতে যথেষ্ট দক্ষ।আমি ডাঃ উপ্পল হাজরার আরও সাফল্য কামনা করি।চিকিৎসাশাস্ত্রে তাঁর আরও সুনাম ছড়িয়ে পড়ুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা।
মহুয়া বেগম
আরামবাগ,হুগলি

Leave a Reply

0 Comments
scroll to top