Close

বিদেশে ‘বেল বটম’-এর টিম


Anando Sangbad Live : লন্ডন রওনা দিলেন অক্ষয়কুমার অভিনীত ‘বেল বটম’-এর টিম।করোনা পরবর্তী সময়ে এটিই প্রথম হিন্দি ছবি, যার শুট হচ্ছে বিদেশে। অক্ষয় কুমার ও টিম বেল বটমের অনান্য সদস্যের লন্ডন যাওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছিল একটি বিশেষ বিমানের। এদিন পূর্ণ সতর্কতা মেনেই লন্ডন যাত্রা করলেন ‘খিলাড়ি’। এদিন মাস্কে মুখ ঢেকে বিমানের ভিতর দেখা মিলল তাঁর। এয়ারপোর্টে হুমা কুরেশি, লারা দত্তদের সঙ্গে লেন্সবন্দী হয়েছেন তিনি। আশির দশকের প্রেক্ষাপটে সাজানো পরিচালক রণজিত এম তিওয়ারির স্পাই থ্রিলার বেল বটম। ছবিতে অক্ষয়ের নায়িকা বাণী কাপুর।২০২১ সালের ২-রা এপ্রিল মুক্তি পাওয়ার কথা রয়েছে এই ছবির।আশির দশকের প্রেক্ষাপটে সাজানো পরিচালক রণজিত এম তিওয়ারির স্পাই থ্রিলার বেল বটম।বেল বটম প্রযোজনার দায়িত্বে রয়েছেন ভাসু ভাগনানি,জ্যাকি ভাগনানি,দীপশিখা দেখমুখ,মণীষা আডবানি,নিখিল আডাবানিরা।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top