Close

‘বাকি ইতিহাস’ অবলম্বনে তৈরি হয়েছে ‘শহরের উপকথা’

নিজস্ব প্রতিনিধি:এবার বাদল সরকার সিনেমাতে।পরিচালক বাপ্পার পরিচালনায় নতুন ছবি “শহরের উপকথা”।এই ছবিটি প্রযোজনা করেছেন শ্রীকৃষ্ণ ইন্টারন্যাশনাল ফিল্মস।১৯৫৫ সালের বাদল সরকারের নাটক ‘বাকি ইতিহাস’ অবলম্বনে তৈরি হয়েছে ‘শহরের উপকথা’।ছবিতে বাদল সরকারের চরিত্রে দেখা যাবে শুভাশিস মুখোপাধ্যায়।শুভাশিস ছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রাহুল বন্দ্যোপাধ্যায়,জয় সেনগুপ্ত,বিদীপ্তা চক্রবর্তী,অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, বাসব দত্তা চট্টোপাধ্যায়,সন্দীপ মন্ডল,লামা হালদার,রজত গঙ্গোপাধ্যায় সহ আরও অনেকে।বর্তমান পরিস্থিতিতে মানুষ সব কিছু ভুলে গিয়ে ছুটে বেড়াচ্ছে নিজেদের স্বপ্নপূরণের লক্ষ্যে।কিন্তু সকলে ভুলে যেতে চলেছেন,যে তার চারিপাশে ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা গুলোকে।এমন কিছু ঘটনা রয়েছে, যা সকলকে নাড়িয়ে দিতে পারতো,কিন্তু ব্যস্ত শহরে কোলাহলে কিছুই পৌঁছাচ্ছেনা তাদের কানে।সেই হারিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ বিষয়কে দর্শকদের ফের স্মরণ করতেই তৈরি হয়েছে এই ছবি।পোকামাকড়ের মত নয়,বেঁচে থাকতে গেলে আমাদের সংস্কৃতি ঐতিহ্য সমস্তটা কে সঙ্গে নিয়েই বেঁচে থাকতে হবে।নিজের সত্তাকে খুঁজে পাওয়ার অতি সাধারণ ইতিহাসের পাতা থেকে তৈরি এই ছবি আজকের যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে ঐতিহ্যের অর্থ ভাবতে বাধ্য করবে।

Leave a Reply

0 Comments
scroll to top