Close

বাংলা হরর সিরিজ ‛ফোর শেডস অফ লিপ’

নিজস্ব প্রতিনিধি:গা ছমছমে চারটি ভিন্ন গল্প নিয়ে তৈরি হয়েছে ‘ফোর শেডস অফ লিপ’। প্রতিটি গল্পের সময়সীমা মাত্র পাঁচ মিনিট করে। পাঁচ মিনিটের প্রতিটি কাহিনী পর্দায় ফুটিয়ে তুলেছেন অভিনেতা রাজীব বিশ্বাস, গৌতম চক্রবর্তী, দেবস্মিতা চক্রবর্তী এবং আশিষ পাঠক। পরিচালক তথা চিত্রনাট্যকার ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায়। ক্যামেরা করেছেন তুহিন দাশগুপ্ত। চারটি পর্বের নাম ‘লক্ষ্মী’, ‘ডুমড ডেস্টিনেশন’, ‘বেস্ট ইভিল ক্রিসমাস’, ‘মুড়িঘণ্ট’।

বাংলা হরর সিরিজ
চলছে ‛ফোর শেডস অফ লিপ’-এর পরিচালক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এ ধরনের মিনি হরর সিরিজ দেশে প্রথম। তাঁর ছবিতে কোনও ভূত বা অশীরীরীকে পর্দায় দেখা যাবে না। কাহিনীর বিন্যাসেই দর্শকরা পাবেন গা ছমছমে অনুভূতি। তাঁর দাবি, চারটি গল্পই প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে। এমএক্স প্লেয়ারে (MX Player) ইতিমধ্যেই দেখা যাচ্ছে ‘ফোর শেডস অফ লিপ’। অ্যাপেল টিভিতেও দেখা যাবে।

Leave a Reply

0 Comments
scroll to top