Close

বাংলা সংস্কৃতি মঞ্চের ডাকে মোহাম্মদ বাজার ব্লকের সাংগঠনিক গন কনভেনশন

✍️ফারুক আহমেদ

আজকে বাংলা সংস্কৃতি মঞ্চের ডাকে মোহাম্মদ বাজার ব্লকের সাংগঠনিক গন কনভেনশন ছিল। উপস্থিত ছিলেন সর্বধর্ম সমন্বয় মিলে হাজার এর উপর মানুষ। বীরভূমের মহঃবাজারে বাংলা সংস্কৃতি মঞ্চের উদ্যোগে মহাসমারোহে পালিত হল বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষার্থে গন সম্মেলন। উপস্থিত ছিলেন বাংলা সংস্কৃতি মঞ্চের সভাপতি সামিরুল ইসলাম, সম্পাদক তন্ময় ঘোষ, সাহিত্যিক শামিম আহমেদ, চিত্র পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়, গন আন্দোলন কর্মী কুশল দেবনাথ, সমাজকর্মী ও লেখিকা মনীষা বন্দোপাধ্যায় প্রমুখ। বীনাপাণি সাংস্কৃতিক গোষ্ঠীর নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অতিথি বক্তাদের পাশাপাশি এলাকার সমাজদরদী মানুষজন তাঁদের মতামত ও প্রশ্নাদি রাখেন। বাংলা সংস্কৃতি মঞ্চের সভাপতি সামিরুল ইসলাম জানান, “বহু শতাব্দীর লালিত বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি আজ বিপন্ন। সংস্কৃতির পুনরুদ্ধারে বাংলা সংস্কৃতি মঞ্চের লড়াই জারি থাকবে”। হিন্দি আগ্রাসন রুখতে বাংলা সংস্কৃতি মঞ্চের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ।

Leave a Reply

0 Comments
scroll to top