Close

বাংলার প্রতিভা এবার ছড়িয়ে পড়ল গোটা বিশ্বে

আলাপন রায় : ডোডো রে (Dodo ray) নামেই তাকে চেনে গোটা বিশ্ব। এই বঙ্গ-সন্তান নিজের প্রথম আন্তর্জাতিক গানেই মাতিয়ে তুললেন সারা পৃথিবীকে । গানের ভাষা যে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না তা তিনি প্রমান করে দিলেন । তার প্রথম ইংরাজি গান “Thunder girl” -এর মাধ্যমে বিশ্বব্যাপী সংগীতপ্রেমী মানুষদের মনে নিজের জায়গা করে নিয়েছেন তিনি। শুধু ইংরাজি ভাষায় নয় স্প্যানিশ, পর্তুগিজ, ইতালিয়ান প্রভৃতি নানা ভাষায় গান গায়তে পারেন এই বাঙালি । তার উপর একজন গায়ক হিসাবে থেমে থাকেনি তাঁর প্রতিভা । গীতিকার, সুরকার, সংগীত প্রযোজক, অভিনেতা থেকে শুরু করে চলচ্চিত্র নির্মাতা নানাভাবে আত্মপ্রকাশ করেছেন নিজেকে। একজন স্বাধীন গ্লোবাল শিল্পীর উদাহরণ তিনি । ভালোবাসার হয় না কোনো ভাষা তা কেবল গানে নয়, এক লাতিন কন্যাকে বিবাহ করে নজির গড়েছেন তিনি। তাঁর এই গানটি আমরা শোনার সঙ্গে সঙ্গে এবার ইউটিউবে দেখতেও পাবো। গানটির ভিডিও হুগলির চন্দননগরে, দিঘার সমুদ্র সৈকতে ,কলকাতার পার্কস্ট্রিটে এবং সর্বশেষে ব্রাজিলে রিও দে জানেইরো এবং নিতেরোই -তে কিছু অংশে শুটিং করা হয়েছে । এক মিষ্টি প্রেমের গল্প যেখানে হঠাৎ দেখে এক সুন্দরীর প্রেমে পড়ে যাওয়ার কাহিনী। গানটিতে এক যুবক রাস্তার মোড়ে এক সুন্দরীকে প্রথম দেখেই তাকে ভালোবেসে ফেলে। সেখানেই দাঁড়িয়ে সে এঁকে যায় নিজের স্বপ্নের মায়াজাল। কিন্ত আচমকায় তার দিবাস্বপ্ন ভেঙে যায় অন্য এক যুবকের আগমনে । তারপর কী হল সেই প্রেমের পরিণতি ! জানতে হলে গানটি শুনতে ও দেখতে হবে। গানটি সমস্ত জাতীয় ও আন্তর্জাতিক ডিজিট্যাল প্লাটফর্ম (Spotify, Amazon Music, Apple Music, i-tunes, Gaana and Jio Shavaan) থেকে শোনা যাবে । এছাড়া চাইলে Wynk music থেকে গানটি কলার টিউন কিংবা ডাউনলোডও করা যাবে ।

আপনাদের জন্য রইলো গানটির লিঙ্ক

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top