নিজস্ব প্রতিবেদক:প্রতি বছর কলকাতা থেকে বেশ দূরে বিভিন্ন জায়গায় বসন্ত উৎসবের আয়োজন করে PAC D BAG TOURS কোম্পানি। আর সর্বদাই এই ট্যুর কোম্পানির যুগ্ম কর্নধার সুমেলী এবং পার্থর প্রতিটি ভাবনায় ও কর্মে থাকে নতুনত্বের ছোঁয়া।
অন্যান্য বছরের মত এইবছর ও তারা বসন্ত উৎসবের এক দারুণ আয়োজন করেছে ডুয়ার্সের লাটাগুড়ি অরন্যের কাছেই ,বিশাল চাবাগানে ঘেরা একটি রিসোর্টে। ৬০ জন টুরিস্টের উপস্থিতিতে সেজে উঠেছে দোলপূর্নিমার সন্ধ্যা। বুড়ির ঘর পোড়ানো, সাঁওতালি নৃত্য, ভাঙের শরবত, বিভিন্ন ঘরানার নাচ-গান, খাওয়াদাওয়ার ব্যাপক আয়োজন ছাড়াও এইবারের বসন্ত আরো বিশেষ ভাবে ধরা দিয়েছে,কারন সুমেলী এবং পার্থর ভাবনার এক নতুন দিক , যার নাম– দশভূজা ২০২৪। আন্তর্জাতিক নারী দিবস এই মার্চ মাসেই এবং এই একই মাসে দোল উৎসব । এই কথা মাথায় রেখেই তাদের প্রত্যেক মহিলা পর্যটকদের সম্মানিত করা হয় বিশেষ পুরস্কারের প্রদানের মাধ্যমে। টুরিষ্টদের মতে এমন অভিনব কায়দায় রঙ খেলা এবং বিবিধ সাংস্কৃতিক ক্রিয়াকলাপ সম্পন্ন করতে ট্যুর কোম্পানির এই প্রয়াস দারুন প্রশংসনীয়।
এককথায় PAC D BAG TOURS এর ব্যবস্থাপনায় এই বছরের দোল উৎসব দারুন জমজমাট।