Close

বজ্রাঘাতের আগুনে দাউ দাউ করে জ্বলে উঠল নারকেল গাছ

সাবির আহমেদ জাতুয়া,ঢোলাহাট :২৭শে জুলাই, সোমবার বিকেলে আচমকা দক্ষিণ ২৪ পরগণার ঢোলাহাট থানার রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর দূর্গাপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের কাছে একটি জীবিত নারকেল গাছের উপর ভীষণ জোরালো আওয়াজে একটি বজ্রাঘাত পড়ে এবং জীবিত নারকেল গাছটিতে সাথে সাথে দুরন্ত গতিতে আগুন জ্বলে উঠতে দেখা যায়। বজ্রাঘাতের সঙ্গে এমনভাবে জ্যান্ত গাছ দাউ দাউ করে জ্বলে ওঠার এমন দৃশ্য ইতিপূর্বে এলাকা বাসী কখনো দেখেনি।এরকম ঘটনা তারা প্রথম দেখলো।বজ্রাঘাতের এরূপ দৃশ্য গ্রামের উৎসাহী কিছু মানুষ মোবাইলে ভিডিও করে নেয় এবং খুবই দ্রুত তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

আপনাদের জন্য রইলো সেই ভিডিও

Leave a Reply

0 Comments
scroll to top