নিজস্ব প্রতিনিধি:রাজলন মিডিয়া ২০০৩ সাল থেকে বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছে। ডঃ রাজলক্ষ্মী রায় ঘোষ দস্তিদার থিয়েটারে ডক্টরেট এবং বর্তমানে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত, তিনি আবার রাজলন মিডিয়ারও সর্বেসর্বা।
দক্ষ হাতে তিনি সব দিক সামলাচ্ছেন। ডক্টর রাজলক্ষ্মীর নির্দেশনায় কফি টেবিল বই ডিজাইন এবং পশ্চিমবঙ্গ সরকারের জন্য বানানো পর্যটন ফিল্মগুলি উল্লেখযোগ্য ও প্রশংসনীয়।
১৪ ফেব্রুয়ারী, ২০২১ থেকে শুরু হতে চলেছে রাজলন মিডিয়ার নিজস্ব ইউটিউব চ্যানেল। শুরুতেই বাংলার জনপ্রিয় ইউটিউবার্সরা এক ছাদের নীচে। ১২ জন বাঙালি ইউটিউবারদের নিয়ে চ্যাট শো – ‘আড্ডায় বংটিউবার্স’, অংশগ্রহণ করবেন গৌরব তপাদার, মুনমুন মুখার্জি, ইন্দ্রজিৎ লাহিড়ী (ফুডকা), প্রীতম দাস ও সুমন ঘোষ (তালপাতার সেপাই), আরজে সায়ন, শুভঙ্কর বিশ্বাস (শুভঙ্কর’স ক্রিয়েশন), পারমিতা প্রামাণিক, প্রিয়ম ঘোষ, আর জে নীলাঞ্জন, আরিত্র ব্যানার্জি(আরিত্র’স জ্ঞান), সায়ান্তন মোদক ও দেবচন্দ্রিমা সিংহ রায়(দি কনফিউসড বক্স) ও ইশানি ব্যানার্জি(দি লেডিজ ফিঙ্গার ২.০)।