আলাপন রায় : আজ বাইপাসের ইন্ডাস ভ্যালি স্কুলের সামনে প্রতিবাদ জানালো পড়ুয়াদের অভিভাবকেরা । সকাল ১০ টার সময় মাইনে বৃদ্ধি নিয়ে স্কুল কতৃপক্ষের সঙ্গে কথা বলতে যায় তারা । এর আগে শিক্ষামন্ত্রীকে চিঠি লিখে জানিয়েও পাওয়া যায়নি কোনো সুরাহা, এমনটাই তারা দাবি করেন । স্কুল কতৃপক্ষ তাদের সঙ্গে দেখা করতে রাজি না হলে ” নো স্কুল নো ফি” স্লোগানে সোচ্চার হয় অভিভাবকেরা । অভিযোগ ওঠে, প্রত্যেক মাসে শিক্ষার্থীদের পড়াশুনার জন্য ন্যূনতম মোটা অঙ্কের টাকা দিতে হত তাদের । এরপর অন্যান্য আনুষঙ্গিক বাবদ যে মোটা অঙ্কের অর্থ চাওয়া হচ্ছে তা তাদের পক্ষে দেওয়া সম্ভব নয় । তারা আরও জানায়, বিক্ষুদ্ধ জনসমাগম দেখে পুলিশ ডেকে তাদেরকে একত্রিত হয়ে প্রতিবাদ করতে বারণ করা হয় । প্রতিবাদ করলে স্কুল কতৃপক্ষ উপযুক্ত ব্যবস্থা নেবে এমনটাই নাকি তাদের জানানো হয়। জানা গিয়েছে এই প্রতিবাদের মধ্যে অসুস্থ হয়ে পড়েন এক অভিভাবক । যদিও স্কুল কতৃপক্ষ এই ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি ।