Close

ফিউচার গ্রুপের ২৫ বছর বর্ষ উদযাপন

নিজস্ব প্রতিবেদক:পুরো দস্তুর বৈঠকী মেজাজে ইয়াদ পিয়া কি আয়ি গাইলেন ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপিকা।সেতারে মূর্ছনা তুললেন যিনি তিনি পড়ান এ আই।
তবলায় কোনও অংশে কম ছিলেন না অ্যাডমিন । আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো গাইলেন ইঞ্জিনিয়ারিংয়েরই অন্য এক অধ্যাপক। পুরো পেশাদার ভঙ্গিতে ।হল ফেটে পড়ল হাততালিতে। ফিউচার ফাউন্ডেশনের ২৫ বছর উদযাপনের চেনা শিক্ষকদের অচেনা প্রতিভা দেখে সবাই অবাক, এযে সব ছাই চাপা আগুন।
থ্রি ইডিয়টস সিনেমার তিন বন্ধুর কথা মনে আছে? সিনেমার মূল কথাই ছিল নিজের মন যা চায় সেটাকেই পেশা করা উচিত। সেটা হয়ে ওঠে কি? এবার সুপ্ত প্রতিভাকে একদিনের জন্য হলেও সামনে আনার অভিনব প্রয়াস কলেজের। মঞ্চে দেখা যাবে ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষক বাজাচ্ছেন সেতার। সাংবাদিকতা বিভাগের ছাত্র করছেন ঘোষণা । কমার্সের শিক্ষিকারা অংশ নিচ্ছেন নাচে। নাচ গান বাজনা সব মিলিয়ে একটি উপস্থাপনা করছেন কলেজের শিক্ষক শিক্ষা কর্মীরা যেখানে মেলে ধরা হবে তাঁদের সুপ্ত প্রতিভা গুলি। উপস্থাপনার বিষয়টিও যুগোপযোগী। শিক্ষা ব্যবস্থার বিবর্তন। চক স্লেট থেকে ডিজিটাল ।
উপস্থিত ছিলেন
ডাঃ অলোক কে. ঘোষ – নির্বাহী পরিচালক (ডিরেক্টর স্যার) ভবিষ্যত শিক্ষা ডাঃ আশিস কে. দে – ফিট প্রিন্সিপাল ডঃ অনির্বাণ মজুমদার – FBS ডাঃ অনির্বাণ চক্রবর্তী – এফএমএস ডাঃ পার্থ প্রদীপ পাঞ্জা এফসিএস সোনারপুর শর্মিলা চ্যাটার্জি- এফসিএস বড়াল

Leave a Reply

Leave a comment
scroll to top