Close

ফাটাকেষ্ট-র কালী পুজোর খুঁটি পুজো

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ-এর বিখ্যাত ফাটাকেষ্ট-এর কালী পুজো(নব যুবক সংঘ) কর্তৃপক্ষ কর্তৃক অনুষ্ঠিত হলো কালী পুজোর খুঁটি পুজো। উত্তর কলকাতার ঐতিহ্যবাহী এই পুজোর সাথে আপামর কলকতাবাসীর আবেগ জড়িত। সাংস্কৃতিক জগতের বিখ্যাত ব্যক্তিদের নিয়ে পুজোর অনুষ্ঠান কোলকাতার বুকে নব যুবক সংঘের দ্বারাই প্রথম আয়োজিত হয়।

শনিবার এই ঐতিহাসিক পুজোর খুঁটি পুজোর উদ্ভোধন করেন অশোক দেব, তাপস রায়, কুনাল ঘোষ, জিৎ গাঙ্গুলী এবং প্রবন্ধ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন রাজনৈতিক-সাংস্কৃতিক-ক্রীড়া জগতের বিশিষ্টরা।

Leave a Reply

0 Comments
scroll to top