আনন্দ সংবাদ লাইভ:ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের জীবনাবসান ঘটে দিল্লির আর্মি রিসার্চ এন্ড রেফারাল হাসপাতালে।গত সোমবার বিকেলে মাথায় আঘাত লাগলে তাঁকে দ্রুত আর্মি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শারীরিক পরীক্ষায় জানা যায় তিনি করোনায় আক্রান্ত।মাথায় আঘাতের ফলে তাঁর অস্ত্রোপচার করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি।৮৪ বছর বয়সী এই প্রবীন কংগ্রেসী নেতা ১৯৩৯ সালের ১১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং আইন পাস করে সক্রিয় রাজনীতিতে অংশ নিয়ে দিল্লির কেন্দ্রীয় সরকারের অর্থ দপ্তরের পাশাপাশি বহু গুরুত্বপূর্ণ পদে আসীন হন।২০১২-২০১৭ পর্যন্ত ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেন।বেশ কয়েকবছর আগে ওনার স্ত্রী প্রয়াত হন। মৃত্যুকালে তিনি রেখে গেছেন তাঁর কন্যা শর্মিষ্ঠা, দুই পুত্র অভিজিৎ ও ইন্দ্রজিৎ কে।তাঁর মৃত্যুর খবর পেতেই শোকের ছায়া রাজনৈতিক মহলে। শোকগ্রস্ত বীরভূমও। সবাই প্রার্থনা করছিলেন তাঁর ফিরে আসার কিন্তু সবাইকে কাঁদিয়ে চিরঘুমে চলে গেলেন রাইসিনা হিলে ওঠা একমাত্র বাঙালি।