Close

“প্রান্তরের গান আমার”-চৌধুরী পরিবারের সলিল স্মরণ

আনন্দ সংবাদ লাইভ:১৯ নভেম্বর সলিল চৌধুরীর ৯৫ তম জন্মদিনে তাঁর পরিবারের সদস্যরা সেলিব্রেট করবেন এই কিংবদন্তি শিল্পীর সৃষ্টিকে, কথায়- গানে।এই বার করোনা মহামারীর কারণে অনুষ্ঠান হবে ভারচুয়াল।অন্তরা চৌধুরীর ইউটিউব চ্যানেল থেকে। গানে থাকছেন অন্তরা চৌধুরী, সঞ্জয় চৌধুরী থাকবেন গানে,কথায়, ব্যাকগ্রাউন্ড মিউজিকে,সঞ্চারী চৌধুরী সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করবেন, গানও গাইবেন।স্মৃতিচারণ করবেন বড়ছেলে ববি চৌধুরী। সলিল-সবিতার সব সন্তানেরাই একসাথে উপস্থিত হবেন এই বিশেষ সেলিব্রেশনে।অন্তরা চৌধুরী জানালেন,” এই বছরটা বাড়ি থেকেই নিজেদের মতো করে দিনটা পালন করব।পরিবারের প্রায় সকলেই কিছু না কিছু করে শ্রদ্ধা জানাব।কিছু বিশেষ চমকও দর্শক বন্ধুদের জন্য অপেক্ষা করছে।সমগ্র অনুষ্ঠানটিতে আলাপচারিতা হবে ইংরেজী ভাষায়।আন্তর্জাতিক দর্শকদের কথা মাথায় রেখেই এই ভাবেই ভেবেছি।আশা করি সবার ভালো লাগবে।” অনুষ্ঠানটি আগামী ১৯ নভেম্বর,ভারতীয় সময় সকাল ৬ টা থেকে অন্তরা চৌধুরীর ইউটিউব চ্যানেলে দেখা যাবে।অনুষ্ঠানটি একটি “সলিল চৌধুরী ফাউন্ডেশন অফ মিউজিক, সোশাল হেল্প এন্ড এডুকেশন ট্রাস্ট” এর নিবেদন।

Leave a Reply

0 Comments
scroll to top