Close

‘প্রাণের দ্বারে’ নিবেদিত হবে আগামী ১১ই অক্টোবর

আনন্দ সংবাদ লাইভ: এস.পি.সি ক্রাফট এবং তাঁতঘর ফিল্মস-এর যৌথ উদ্যোগে ‘প্রাণের দ্বারে‘ নিবেদিত হবে আগামী ১১ই অক্টোবর, ভারতীয় সময় রাত ৮টায়।অনুষ্ঠানের মূল উপজীব্য হল রবীন্দ্রনাথের শরত ঋতু নিয়ে চিন্তাভাবনা। অনুষ্ঠানের ভাষ্য লিখেছেন তন্ময় চক্রবর্তী, পাঠ করবেন সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়। অনুষ্ঠানটিতে রবীন্দ্রসংগীত শিল্পী হিসেবে থাকছেন ঋতজা চৌধুরীসুজয়প্রসাদ চট্টোপাধ্যায় জানিয়েছেন ১২তারিখ কণিকা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন, যিনি ঋতজা চৌধুরীর মাসিদিদাও বটে,তাই এই অনুষ্ঠান একাধারে শরতের প্রতি উৎসর্গীকৃত হওয়ার পাশাপাশি বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়ের প্রতিও নিবেদিত। অনুষ্ঠানের প্রবেশমূল্য মাত্র একশো টাকা,আগ্রহীরা শীঘ্রই যোগাযোগ করুন।

Leave a Reply

0 Comments
scroll to top