Close

প্রথম বর্ষপূর্তি উদযাপনে SS স্টাইল লফ্ট ও ফ্যাশনফাস প্রোডাকশন হাউসের

নিজস্ব প্রতিনিধি:দেখতে দেখতে এক বছর পার করে দিল মডেলিং জগতে সুনামের সাথে কাজ করে আসা বৈভব সন্দীপ শীলের এস এস ট্র্যাডিশনাল স্টাইল লফ্ট ও এপ্রজন্মের তিন তরুণ শুভ্রজিত, সৌরভ ও তমোনাশের ফ্যাশনফাস প্রোডাকশন হাউস।আর দিনটিকে উদযাপনে সম্প্রতি বেহালার এক স্টুডিওতে তারা আয়োজন করেছিল এক জমাটি সন্ধ্যা। কেক কেটে শুরু হয় এদিনের অনুষ্ঠান। পরে সঙ্গীত পরিবেশন করেন বিভিন্ন রিয়ালিটি শোতে সঙ্গীত পরিবেশন করা বিশিষ্ট সঙ্গীতশিল্পী অনিক তৃপান।
উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈভব সন্দীপ শীল, মেকআপ আর্টিস্ট শিল্পী, দিশানী, চিত্রগ্রাহক রোহন, সায়ন, মডেল ডোনা, পায়েল, পিয়ালী, অমৃতা, জন্টি, হাউসের অন্যান্য সদস্য সহ ফ্যাশনফাস প্রোডাকশন হাউসের তিন কর্ণধার শুভ্রজিত, সৌরভ ও তমোনাশ।
একই অনুষ্ঠানে উন্মোচিত হয় সন্দীপ শীলের নতুন বাংলা ক্যালেন্ডারও।
আগামী মাসেই মুক্তি পেতে চলেছে এই হাউসের প্রযোজনায় ও পরিচালক শুভ্রজিত দাসের পরিচালনায় স্বল্প দৈর্ঘ্যের ছবি ধূসর স্বপ্ন-র।
আগামী দিনেও একে অন্যের হাত ধরে বিনোদন জগতে আরও ভালো কাজ করতে দৃঢ় অঙ্গীকারবদ্ধ এই দুই হাউস।

Leave a Reply

0 Comments
scroll to top