Close

প্রকাশ পেল মিউজিক ভিডিও “ও দিবানা মন”

নিজস্ব প্রতিনিধি:আজ টাইমস মিউজিক থেকে প্রকাশ পেল “নাচবো আমি গাইবে তুমি” সিরিজের দ্বিতীয় মিউজিক ভিডিও ” ও দিবানা মন”। মিউজিক ভিডিও জুড়ে আছেন টলিউড কুইন ঋতুপর্ণা সেনগুপ্ত ,সঙ্গে আছেন শ্রীলা চট্টোপাধ্যায় ও শ্রীলার সৃষ্টি ড্যান্স ট্রুপ।

গানটি গেয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী, সুর করেছেন প্রখ্যাত সঙ্গীত পরিচালক অশোক ভদ্র,গানটি লিখেছেন দেবপ্রসাদ চক্রবর্তী।সম্প্রতি দক্ষিণ কলকাতার একটি রেস্তোরাতে ” ও দিবানা মন” মিউজিক ভিডিওটির আনুষ্ঠানিক প্রকাশ হয়ে গেল।

আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রীলা চট্টোপাধ্যায়, অশোক ভদ্র,অমর সেন,জোজো নাথানীল,দেবিকা মুখার্জি,শিল্পপতি জসিম উদ্দিন প্রমুখ।

আপনাদের জন্য রইলো মিউজিক ভিডিওটি

Leave a Reply

0 Comments
scroll to top