Close

প্রকাশিত হলো সাংবাদিক ইন্দ্রজিৎ আইচ-এর কাব্য গ্রন্থ “মেঘ ভাঙা রোদ”

নিজস্ব প্রতিনিধি :সম্প্রতি পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি র জীবনানন্দ সভাঘরে সন্ধায় “স্টার এন্ড সুপার স্টারের” আয়োজনে সংবাদ প্রতিখণ থেকে প্রকাশিত হলো সাংবাদিক ও কবি ইন্দ্রজিৎ আইচ এর চতুর্থ কাব্য গ্রন্থ ” মেঘ ভাঙা রোদ “। এই বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী ও অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়, সৈকত মিত্র, আবৃত্তিকার প্রণতি ঠাকুর, সতীনাথ মুখোপাধ্যায়,
পরিচালক ও অভিনেতা অশোক বিশ্বনাথন, রাহুল বর্মন,অনিন্দ্য সরকার ও সুদেষ্ণা রায় এবং নাট্য নির্দেশক ও অভিনেতা চন্দন সেন, সংবাদ প্রতিখন এর কর্ণধার স্বরুপম চক্রবর্তী ও স্টার এন্ড সুপার স্টার এর সম্পাদক সুবোধ মল্লিক। এই সকল অতিথির হাতে পুষ্পস্তবক ও কবিতার বই ” মেঘ ভাঙা রোদ ” তুলে দেন সাংবাদিক ও কবি ইন্দ্রজিৎ আইচ। উপস্থিত সকল অতিথিরাই ইন্দ্রজিৎ আইচ এর কবি প্রতিভা এবং তার 30 বছরের সাংবাদিক জীবনের উপর আলোকপাত করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কবি ও সাহিত্যিক কৃষ্ণা বসু।
অনুষ্ঠান শুরু হয় কেকা মিত্রর রবীন্দ্র সঙ্গীত দিয়ে। খালি গলায় তাঁর কণ্ঠে ” মনে রবে কিনা রবে আমারে ” গানটি চমৎকার লাগে শুনতে। সৈকত মিত্র সুরেলা কণ্ঠে শোনান আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে।
সাহেব চট্টোপাধ্যায় তার উদাত্ত গলায় গাইলেন দুটি গান
তোমার খোলা হাওয়ায় ও মহারাজা তোমারে সেলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাচিকশিল্পী মধুছন্দা তরফদার। সব মিলিয়ে এই দিনের সমগ্র অনুষ্ঠানটি এক কথায় অনবদ্য হয়ে উঠেছিলো।
অনুষ্ঠানের ভাবনা, পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন সাংবাদিক এবং সাহিত্যিক ইন্দ্রজিৎ আইচ।

Leave a Reply

Leave a comment
scroll to top