Close

পৌষ পার্বন ২.0

নিজস্ব প্রতিবেদক:৮ টা সফল প্রদর্শনীর পর গতকাল থেকে কলকাতায় শুরু হল ‘মিশন ইম্পসিবল’-এর জীবনচর্যা প্রদর্শনী -‘পৌষ পার্বন ২.০’।
এই প্রদর্শনীতে ১০৬ টা স্টল রয়েছে। যেখানে পাওয়া যাচ্ছে মহিলাদের শাড়ি, সালোয়ার কামিজ ও বিভিন্ন ধরণের পোশাক থেকে শুরু করে প্রসাধন সামগ্রী এবং ঘর সাজানোর জিনিসপত্র। রয়েছে পুরুষদের পাঞ্জাবি এবং টি শার্ট। এছাড়াও রয়েছে জ্যোতিষ সম্পর্কিত স্টল এবং বিভিন্ন ধরণের খাবারের স্টল। আগত দর্শক ও ক্রেতাদের জন্য এখানে রয়েছে হরেক রকমের আকর্ষণীয় উপহার সামগ্রী।

‘মিশন ইম্পসিবল’ এর অ্যাডমিন রিয়া পাল জানিয়েছেন, শুধু এই রাজ্যই নয়, ভিন রাজ্য থেকেও বিক্রেতারা এই প্রদর্শনীতে এসেছেন তাঁদের তৈরি জিনিসপত্র বিক্রি করতে।

দু’দিন ধরে দক্ষিণ কলকাতার বালিগঞ্জ ফাঁড়ির চৌধুরী হাউসে চলবে প্রদর্শনী তথা বিক্রয়। প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এই প্রদর্শনী জনগণের জন্য উন্মুক্ত থাকবে।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top