Close

“পুল ক্যাফে”-র নতুন ব্রাঞ্চ উদ্বোধনে অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী

কেকা মিত্র:করণায় সকলেই যখন আতঙ্ক হয়ে পড়েছে,যখন মানুষ করোনা কে সঙ্গে করে অথবা করোনা জয় করে ফিরে আসছে ঠিক তখনি আবার নতুন করে বাঙালী রা ব্যাবসা র কথা ভাবছে, শুরু করছে নতুন করে ভাবনা চিন্তা। ভি এই পি হলদিরামের পাশে খুলে গেল ” পুল ক্যাফে”এই ক্যাফের উদ্ভোধন করেন জনপ্রিয় অভিনেত্রী ও নায়িকা তনুশ্রী চক্রবর্তী। তিনি জানালেন মানুষ আজকাল আর করোনা কে ভয় করছে না। সোশ্যাল দূরত্ব বজায় রেখে ও পুরোপুরি সিনিটাইজার ব্যবহার করে এবং মুখে মাস্ক পরে নানা কাজে যাচ্ছে ও আমাদের কাজে যেতে হচ্ছে, শুধু তাই নয়, মানুষ একটু অবসর বিনোদন এর স্বাদ পেতে এই রকম পুল ক্যাফে তে আসছে ও আসবে । এই ক্যাফে একে বারে আলাদা রকমের। কারণ এখানে রয়েছে নানা ধরণের গেম, স্পোর্টস, মিষ্টি হুকা ও বার। পাশাপাশি নানা ধরনের খাবার ও পাওয়া যাবে। অভিনেত্রী তনুশ্রী প্রদীপ জ্বালিয়ে এই ক্যাফের শুভ সূচনা করেন, পাশাপাশি কেক কেটে সকল কে খাওয়ান। উপস্থিত ছিলেন জনপ্রিয় মডেল পৌলমী দাস, শ্রীদীপ ঘোষ ও এই পুল ক্যাফে এর কর্ণধার সুজয় বেরা। সেদিন এই ক্যাফে তে সেলিব্রিটি কোরিওগ্রাফি অঞ্জন কর এর পরিচালনায় ফ্যাশন শো ও অরিজিৎ মাইতি র পরিচালনায় নৃত্যানুষ্ঠান এবং পিঙ্কি রাউৎ এর সঞ্চলনায় জমে উঠেছিল পুল ক্যাফে এর পুরো সন্ধ্যাটা। এক সাংবাদিক সম্মেলনে এই পুল ক্যাফের প্রধান সুজয় বেরা জানালেন আমার এই পুল ক্যাফের শাখা টা ১৫ নম্বর। আমি এটা ফ্রেঞ্চ চাইজি নিয়েছি। সারা এটার আরো শাখা আছে। আমার এটা ১৪০০ স্কোয়ার ফুটের পুল ক্যাফে। ৬ জন স্টাফ আছে এখানে। ৬০ জনের বসার ব্যবস্থা আছে। যে কোনো ছোট পাটি, জন্মদিন, বিবাহ বার্ষিকী, অফিস পাটি ও ফিল্ম প্রোমোশন, প্রেস মিটযে কোনো প্রোডাক্ট লঞ্চ থেকে নানা ধরনের গেম, বার, খাবার,মিষ্টি হুক্কা বার, ও নাচ গান এই সব বিনোদনের ব্যাবস্থা থাকছে। পুজোর আগেই এই পুল ক্যাফে খুলে যাওয়ার ফলে এলাকার সকলেই অবসর আনন্দের বিনোদন এ মাতবে। এবার হয়তো অনেকেই পুজোয় ঠাকুর দেখতে বেরোবে না, কিন্তু সকল পরিবার বা বন্ধুদের গ্রুপ অথবা ক্লাবের সদস্য রা একসাথে এই পুল ক্যাফে তে কিছুক্ষন খাওয়া, খেলা, আড্ডায় মাতবে এই আশাই করা যায়।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top