Close

পুজোতে অরিনের নতুন গানে জুটি বাঁধছে সাহেব-তামাসা,পরিচালনায় আতিউল ইসলাম

তামাসাসাহেব হালদার

আনন্দ সংবাদ লাইভ :”তৃতীয় অধ্যায়” এর মিউজিক ডিরেক্টর অরিনেরআজ তোর সাথে” গানটা আজও সবার মনে ধরে আছে। প্রেমের গানের এক অন্য মাত্রা দিয়েছিল এই গান। আর এবারে তার মিউজিকে পুজোতে আসছে নতুন হিন্দি গান। গানটির ভিডিও পরিচালনা করছেন পরিচালক আতিউল ইসলাম

পরিচালক আতিউল ইসলাম

প্রেমের রোমান্টিক গান মুক্তি পাবে এই পুজোতে। জুটি বাঁধছে অভিনেতা সাহেব হালদারতামাসা। প্রোডিউসার হিসাবে রয়েছেন প্রযোজক রিজু হালদার। পরিচালক আতিউল ইসলাম জানান গানটির শ্যুটিং হবে পুরোপুরি কলকাতা শহরের বাইরে। এই প্রথম সাহেব হালদারতামাসা কে দেখা যাবে একসাথে এক ফ্রেমে। গানটির গায়ক সম্পর্কে এখনই কিছু জানাতে পরিচালক আতিউল ইসলাম জানাতে নারাজ। গানের মিউজিক ডিরেক্টর অরিন জানান গানটিতে মুম্বাই-এর নামি গায়ক কে কন্ঠে দেখা যাবে।

Leave a Reply

0 Comments
scroll to top