Close

পশ্চিমবঙ্গ চারুকলা উৎসবের সরকারি প্রদর্শনীর ১২ টা আলোকচিত্রের মধ্যে ৫ টাই রয়েছে ফোটোকথা গোষ্ঠীর

  • পশ্চিমবঙ্গ চারুকলা উৎসব’-এর সরকারি প্রদর্শনীর ১২ টা আলোকচিত্রের মধ্যে উৎকর্ষের ভিত্তিতে ৫ টাই রয়েছে ‘ফোটোকথা’ গোষ্ঠীর

নিজস্ব প্রতিনিধি:’রাজ্য চারুকলা পর্ষদ’ (Rajya Charukala Parshad) এবং পশ্চিমবঙ্গ সরকারের ‘তথ্য সংস্কৃতি বিভাগ’ (Information & Cultural Affairs Department, Government of West Bengal)-এর উদ্যোগে কোলকাতার ‘রবীন্দ্রসদন নন্দন চত্বর’ (RabindraSadan-Nandan Ground)-এ শুরু হল ‘পশ্চিমবঙ্গ চারুকলা উৎসব’ (Pascimbanga Charukala Utsav) ও ‘চারুকলা মেলা’ (Charukala Mela)।

সরকারি ঘোষণা অনুযায়ী আজ থেকে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত চলবে এই মেলা।

এই মেলায় সরকারি প্রদর্শনীর পাশাপাশি রয়েছে ব্যক্তিগত বা সমষ্টিগতভাবে স্টলের ব্যবস্থা।
এরকমই একটা স্টল ‘ফোটোকথা’ (স্টল নম্বর ৪৫)-এ গিয়ে দেখা গেল আলোকচিত্রী অজয়কুমার ঘোষ (Ajoy Kumar Ghosh), অনুপম হালদার (Anupam Halder), পার্থ চন্দ (Partha Chanda), অহেলী ঘোষ (Aaheli Ghosh), অনুপা মুখার্জি (Anupa Mukherjee), চিরঞ্জিত মিত্র (Chiranjit Mitra), উৎসব চক্রবর্তী (Utsav Chakrabarty)এবং অমিয় ঘোষ (Amiya Ghosh) নামের নানা বয়সের আটজন পুরুষ ও মহিলা মিলে স্টলে নিজেদের আলোকচিত্র প্রদর্শনীর ব্যবস্থা করেছে।

আলোকচিত্রী অনুপম হালদার-এর সাথে কথা বলতে গিয়ে জানা গেল, “অনুষ্ঠানের অঙ্গ রূপে আমাদের ‘ফোটোকথা’ শীর্ষক স্টলের আটজনের মধ্যে অনুপম হালদার, পার্থ চন্দ, অহেলী ঘোষ, অনুপা মুখার্জি এবং চিরঞ্জিত মিত্র-র একটা করে মোট ৫ টা আলোকচিত্র ‘অ্যাকাডেমি অব ফাইন আর্টস-এর সাউথ গ্যালারি’ (South Gallery, Academy of Fine Arts)-তে সরকারিভাবে প্রদর্শিত হচ্ছে।”

বলে রাখা ভালো, এই বছর সরকারিভাবে মোট ১২ টা আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে, তারমধ্যে ৫ টাই ‘ফোটোকথা’ গোষ্ঠীর।
আজ সন্ধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী ইন্দ্রনীল সেন।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top