Close

পরিচালনায় সুচন্দ্রা

আনন্দ সংবাদ লাইভ:নারী প্রকৃতি। যিনি ধারন করেন, পালন করেন। আগলে রাখেন সর্বত্র। মহালয়ার দিনই পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা। দেবীপক্ষের শুরুর দিনে মুক্তি পেল এক নারীর নির্মিত অন‍্য আর এক নারীর উপেক্ষা, যন্ত্রণা, ক্ষোভের আখ‍্যান ‘সূর্পণখার আগমন’-এর টিজার। Just Studio’র প্রযোজনায় সুচন্দ্রা ভানিয়া পরিচালিত স্বল্পদৈর্ঘ‍্যের ছবি ‘সূর্পণখার আগমন’ আগামী ৩রা অক্টোবর মুক্তি পাবে Just Studio App এ। তার আগে মহালয়ার দিন মুক্তি পেল ছবির টিজার। ‘সূর্পণখার আগমন’ ছবির নাম শুনেই অনুমান করা যায়, বাল্মীকি রচিত রামায়ণের উল্লেখযোগ‍্য চরিত্র সূর্পণখাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এই ছবির বিষয়। সূর্পণখা লঙ্কার রাজা রাবণের সহোদরা। রাজকুমারী হলেও কাব‍্যে তিনি উপেক্ষিতা। বাল্মীকির বর্ণনায় তিনি কুৎসিত। রাম এবং লক্ষণের উভয়ের কাছে প্রেম নিবেদন করতে গেলে চরম প্রত‍্যাখ‍্যাত হন তিনি। এমনকি লক্ষণ তরবারির আঘাতে সূর্পণখার নাক এবং কান কেটে ফেলেন। আজীবন অপমানের চিহ্ন হয়ে যা রয়ে যায়। এই কাহিনী কমবেশী আমাদের সকলের জানা। কিন্তু এই উপেক্ষিতা চরিত্রেরও তো কিছু বলার থেকে যায়। তাঁর ক্ষোভ, যন্ত্রণা, বিষাদের কথাই উঠে এসেছে ‘সূর্পণখার আগমন’ এ। উঠে এসেছে সম্পূর্ণ অন‍্য মেরুতে অবস্থান করা কাব‍্য-নায়িকা সীতার সঙ্গে সূর্পণখার মুখোমুখি কথোপকথনও।অভিনেত্রী, প্রযোজক হিসাবে সফল ভূমিকা পালনের পর সুচন্দ্রা ভানিয়া প্রথমবার পরিচালকের আসনে। ‘সূর্পণখার আগমন’ স্বল্প দৈর্ঘ‍্যের এই ছবিই তাঁর ডিরেক্টোরিয়াল ডেবিউ। প্রথম ছবিতেই অভিনেতা-অভিনেত্রী নির্বাচনে চমক রেখেছেন তিনি। টলিপাড়ার পরিচিত কোন মুখ নয়, ছবিতে সূর্পণখা এবং সীতা দুই উল্লেখযোগ‍্য চরিত্রে অভিনয় করেছেন পুরুলিয়ার দুই সাঁওতাল নারী। সম্পূর্ণ ছবিটির শুটিং হয়েছে পুরুলিয়াতে এবং কুড়িজনেরও বেশি ছৌ শিল্পী অভিনয় করেছেন ছবিতে। যেহেতু লকডাউনে অন‍্যান‍্য অনেকের মত কর্মহীন হয়ে পড়েছিলেন ছ‍ৌ শিল্পীরাও, Just Studio’র ‘প্রয়াস’ এর উদ‍্যোগে এই ছবিতে অভিনয়ের মাধ‍্যমে তাঁরা কর্মমুখী হন আবার। ছবিটির টেকনিক‍্যাল ডিরেক্টর প্রতীক দাশ। চিত্রনাট‍্য এবং সংলাপ লিখেছন চন্দ্রদয় পাল। অরিন্দম ভট্টাচার্যের ক‍্যামেরার লেন্সে জীবন্ত হয়ে উঠেছে ছবির এক একটি দৃশ‍্য। মিউজিক যেহেতু ছবিটির একটি গুরুত্বপূর্ণ অংশ। লোকগান, লোকশিল্পী এবং লোকবাদ‍্যযন্ত্রের ব‍্যবহারে তা যথাযথভাবে সম্পাদন করেছেন লোকসঙ্গীত শিল্পী অভিজিৎ আচার্য। ছবিটি সম্পাদনা করেছেন সৌরভ মন্ডল। ৩রা অক্টোবর থেকে Just Studio App এ দেখতে পাওয়া যাবে সুচন্দ্রা ভানিয়া পরিচালিত ‘সূর্পণখার আগমন’।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top