Close

পরিচালক সত্রাজিত সেন এবার অভিনয়ে

নিজস্ব প্রতিনিধি:মিউজিক ভিডিওতে পরিচালক সত্রাজিত সেন। ভালোবাসা, বিরহ, অসংখ্য স্মৃতি, প্রাপ্তি অপ্রাপ্তি, স্বপ্ন এবং আকাঙ্খা, হৃদয়ে যত্নে লালিত এই সমস্ত অনুভূতির অনাবিল আসা যাওয়া নিয়েই এবার তৈরী হচ্ছে এক অভিনব মিউজিক ভিডিও সিরিজ। চার এপিসোডের এই মিউজিক ভিডিও সিরিজের প্রতিটি ১ মিনিটের এপিসোডে ভালোবাসার সঙ্গে জড়িত নানান অনুভূতির কথা বলবে এই মিউজিক ভিডিও। সম্পূর্ণ কাহিনী জানা যাবে চতুর্থ অর্থাৎ অন্তিম এপিসোডে। অভিনব এই মিউজিক ভিডিওতেই এবার অভিনয় করতে দেখা যাবে পরিচালক সত্রাজিত সেন কে।

নায়িকার ভূমিকায় থাকছেন জনপ্রিয় আর জে জিনিয়া পান্ডে। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন অনুপ নিউক ঘোষাল। ক্যামেরায় দায়িত্বে রয়েছেন মলয় মন্ডল। অভিনব এই মিউজিক ভিডিওর নাম লাভারস লেন। যে গানের ভিডিওতে দেখা যাবে সত্রাজিত সেন কে সেই গানের নাম হেঁটেছি বৃষ্টিতে।

গানটি গেয়েছেন সোমলতা আচার্য্য চৌধুরী, সঙ্গীত পরিচালনায় রয়েছেন রাজকুমার সেনগুপ্ত, কথা লিখেছেন অর্ণব চৌধুরী, মিউজিক লেবেল INRECO র ব্যানারে মুক্তি পেতে চলেছে এই মিউজিক ভিডিও।। ৩১ শে জুলাই মুক্তি পেতে চলেছে এই মিউজিক ভিডিও সিরিজের প্রথম এপিসোড।

Leave a Reply

0 Comments
scroll to top