শেক্সপিয়ারের বিখ্যাত “What’s in a name?” উক্তিটি নামকরণ করে পরিচালক অশোক বিশ্বনাথন নির্মাণ করেছেন একটি শর্ট ফিল্ম। “What’s In A Name” এই শর্টফিল্মে তিনি উপস্থাপন করেছেন “হ্যামলেট”,”ওথেলো”,”রোমিও জুলিয়েট” ও “মার্চেন্ট অফ ভেনিস”-এর কাপলদের।

সম্প্রতি দক্ষিণ কলকাতার উইসডম ট্রি ক্যাফেতে এই শর্টফিল্মটির বিশেষ প্রদর্শনী হয়ে গেল।জুলিয়েট ও ডেসডিমনার চরিত্রে অভিনয় করেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী রূপসা গুহ।এছাড়াও অভিনয় করেছেন প্রাঞ্জা দত্ত,মিনাক্ষী বসু, অশোক বিশ্বনাথন, আরণ তারগান, পৌশালি সেনগুপ্ত ও দেবাশিস সরকার।দৃশ্যগ্রহণ করেছেন সোনালি সরকার,সম্পাদনা করেছেন আরণ তারগান।

অভিনেত্রী রূপসা গুহ জানালেন,”পরিচালক অশোক বিশ্বনাথন-এর সঙ্গে বহুদিনের ইচ্ছে ছিল কাজ করার।তাঁর পরিচালনায় এরকম একটা প্রোজেক্টের পার্ট হতে পেরে খুব আনন্দিত।”
