নিজস্ব প্রতিবেদক : মালিয়ার ‘পথের সাথী ‘ সাহিত্যগোষ্ঠীর উদ্যোগে পয়লা জৈষ্ঠ্য, সোমবার, মালিয়া বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয়ে রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, রাজা রামমোহন রায় ও গৌতম বুদ্ধের স্মরণসভা অনুষ্ঠিত হয়ে গেল। অনুষ্ঠানে কবি, সাহিত্যিকদের উপস্থিতিতে সভাকক্ষে তিলধারনের জায়গা ছিল না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন শিক্ষক অজিত কোলে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও সাহিত্যিক নৌশাদ মল্লিক। সম্মানীয় অতিথি হিসাবে ছিলেন অধ্যাপক মৈনাক দে। বিশেষ অতিথি ছিলেন চন্ডীচরণ ঘোষ।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন তারাপদ ধল, সুলেখা চৌধুরী, বিদ্যুৎ চক্রবর্তী, কোয়েলী ঘোষ, প্রীতিলতা আদক, সুচেতা পোড়েল ও অন্বেষা বারিক। সভায় স্বাগত ভাষণ দেন ‘পথের সাথী’-র সম্পাদক কার্তিক ঘোষ। কবিতা পাঠে মুগ্ধ করেন সন্ধ্যা রং, গুরুপদ মজুমদার, অশোক দাস, বরুন বন্দ্যোপাধ্যায়, বন্দনা মালিক, মহ: মহসীন, ঐশী ঘোষ, প্রাপ্তি পাল, সুস্মিতা দাস, দীপ্তি চক্রবর্তী, রাসমণি ব্যানার্জী, হরিৎ বন্দোপাধ্যায়, আহেলী মাঝি এবং রাজেকা মল্লিক। কবিগুরুর ‘ আফ্রিকা ‘ কবিতাটি দরাজ ও নাটকীয়তার ভরা কন্ঠে পাঠ করে শ্রোতাদের মন্ত্র-মুগ্ধ করেন প্রধান অতিথি নৌশাদ মল্লিক।
সভায় প্রাসঙ্গিক বক্তব্য রাখেন পার্থ পাল। সন্ধ্যা রং সম্পাদিত সাহিত্য সংস্কৃতিক পত্রিকা ‘ কানন ‘ এর বৈশাখী শিশু কিশোর সংখ্যার শুভ উদ্বোধন করেন নৌশাদ মল্লিক। সমগ্র অনুষ্ঠানটি সু-সঞ্চালনা করেন বিশিষ্ট শিক্ষক পঙ্কজ কুমার দাস।