Close

নৌশাদ‌ মল্লিকের বাসভবনে সাহিত্য আড্ডা

নিজস্ব ‌প্রতিনিধি:বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান সমিতির হুগলি জেলা কমিটি আজ  ইদ-উল আজহা  র সন্ধ্যায় হুগলি শাখার পাঁচসদস্য  বর্ষিয়ান সাহিত্যিক তথা নাট্য ব্যক্তিত্ব তথা সংস্থার হুগলি শাখার সভাপতি নৌশাদ মল্লিক,সম্পাদক বিশিষ্ট কবি ফিরোজা বেগম, কবি  এবং সাংবাদিক সেখ সিরাজ বিশিষ্ট কবি সাংবাদিক প্রাবন্ধিক ডা: শামসুল হক এবং জেলার পরিচিত নাম ঔপন্যাসিক জারিফুল হক মিলিত হলেন নৌসাদ মল্লিকের বাসভবন ধনেখালিতে। ওঁদের আলোচনায় সাহিত্য প্রসঙ্গের পাশাপাশি উঠে আসে সাপ্প্রদায়িক সম্প্রীতির প্রসঙ্গও। কবিতা পাঠ সাহিত্য আড্ডায় কবিতা পাঠ করলেন শেখ সিরাজ , ফিরোজা বেগম।   ডাঃ শামসুল হক তাঁর বক্তব্যে বললেন, কুরবানীর আসল উদ্দেশ্য হল “ মনের পশুত্বের বলিদান” 

ঔপন্যাসিক জারিফুল হক সংক্ষিপ্ত বক্তৃতায় বললেন, “আমরা যেন কুরবানীর  ত্যাগের বিষয়টি ভুলে না যাই। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বিষয়টি মাথায় রাখি।”

 আলোচনায় বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান সমিতি র হুগলি শাখার সম্মেলন করার ব্যাপারে কথা উঠলে নৌশাদ মল্লিক বলেন, তিনি ধনেখালিতে তিনি তাঁর বাসভবনে এটি করতে ইচ্ছুক 

ঠিক হল  সংস্থার রাজ্য কমিটির সম্পাদক এম রুহুল আমিনের অনুমোদন নিয়ে পরবর্তী আলোচনায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

Leave a Reply

0 Comments
scroll to top