Close

নৌশাদ মল্লিকের ‘বাংলার মুখ’

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিনের সাংবাদিক-অভিনেতা-টেলিফিল্ম পরিচালক ও ধনিয়াখালির বিশিষ্ট সমাজসেবী-নানা সমাজসেবামূলক কাজের কর্ণধার নৌশাদ মল্লিক এবার আরো একটি বিরাট গবেষণাধর্মী বই লিখলেন – “বাংলার মুখ” । কলকাতার বিখ্যাত প্রকাশক ছায়া পাবলিকেশন বইটি প্রকাশ করেছেন। বইটিতে পশ্চিমবঙ্গ রাজ্য ও তার বিভিন্ন জেলার ইতিহাস, আন্দোলন, বিখ্যাত স্থান,বিখ্যাত মানুষদের নিয়ে লেখকের অভিজ্ঞতা তুলে ধরেছেন নিপুন শিল্পীর মতো। সহস্র শতাব্দি থেকে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গ ও বিভিন্ন জেলার ইতিহাস ফুটে উঠেছে বইটিতে। লেখকের অভিজ্ঞতা ও জীবন দর্শন বইটিকে সমৃদ্ধ করেছে। সব মিলিয়ে বইটি পশ্চিমবঙ্গের মূল্যবান দলিল হয়ে উঠেছে।সত্যিকারের বাংলা মুখ হয়েছে এই পুস্তকটি। আশা করা যায় বইটি পাঠক মহলে খুবই জনপ্রিয় হবে ।

Leave a Reply

0 Comments
scroll to top