Close

‘নিশীপদ্ম’ ছবির ট্রেলার মুক্তি

আনন্দ সংবাদ লাইভ:বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়-এর কাহিনি অবলম্বনে শিবেশ মতিলাল-এর পরিচালনায় ‘নিশীপদ্ম’ ছবির ট্রেলার মুক্তি পেল।ছবির চিত্রনাট্য ও সংলাপ পরিচালকেরই।
অভিনয় করেছেন রিধিশ চৌধুরী, অনন্যা বসু, লিজা সিরকার,মনীশ সিংঘানিয়া তনিমা সেন প্রমুখ।রবীন্দ্রনাথ ঠাকুর,তপন বোস ও সৌম্য চক্রবর্তীর গানে কণ্ঠ দিয়েছেন দুর্নিবার সাহা, তৃষা পারুই,দীপান্বিতা চৌধুরী, সৌম্য চক্রবর্তী এবং চন্দ্রানী দত্ত। মনীশ সিংঘানিয়া প্রোডাকশন নিবেদিত শ্রী বালজী মোশন পিকচার্স প্রযোজিত ‘নিশীপদ্ম’ খুব শীঘ্রই মুক্তি পাবে বলে জানা গেল।

দেখে নিন ছবির ট্রেলারটি

Leave a Reply

Leave a comment
scroll to top