Close

নিউনর্মালে প্রথম ওপেন এয়ার কনসার্ট আগামী ২১ সেপ্টেম্বর,ছন্দে ফিরছে শহর

আনন্দ সংবাদ লাইভ :এই অতিমারির সময়ের সাথে সাথে আমরা ধাপে ধাপে আমাদের কার্যকলাপ স্বাভাবিক করার চেষ্টা করছি।আস্তে,আস্তে ছন্দে ফিরছে চেনা শহর। সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ ছিল এই অনুষ্ঠানমুখর শহরেও।অনেক খারাপ সময় পেরিয়ে এখন সময় ভাল কিছু সংগীত, নৃত্য এবং থিয়েটারের জন্য একটা সন্ধ্যা কাটানোর। আগামী ২১ শে সেপ্টেম্বর ২০২০, সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে ই.জেড.সি.সি এর উন্মুক্ত স্থানে একশো জন দর্শকের বসার ব্যবস্থা সহ সব গাইডলাইনগুলি বজায় রেখেই ছন্দে ফেরার এই উদ্যোগ নিয়েছে প্রেরণা সেন্টার ফর পারফর্মিং আর্টস এবং ই.জেড.সি. সি।”এই সন্ধ্যায় সংগীত, নৃত্য এবং থিয়েটারের এই উদ্যোগটি নিতে পেরে আমারা আনন্দিত”, বললেন লুনা পোদ্দার। নৃত্য পরিবেশন করবেন অশিমবন্ধু ভট্টাচার্য, পারমিতা মৈত্র , সুস্মিতা চ্যাটার্জী এবং লুনা পোদ্দার। সাথে পন্ডিত দেবাশিস সরকার (কন্ঠসঙ্গীত), জয়ন্ত বন্দ্যোপাধ্যায় (সেতার), উজ্জ্বল ভারতী (তবলা) এবং পুলক সরকার (কীবোর্ডস)।পরে থাকছে জিগির রচিত নাটক “তা তা থোই থোইজয় বসু রচিত, অভিনয়ে বিশ্বজিৎ সরকার, পরিচালনায় নীলাদ্রি শেখর বন্দ্যোপাধ্যায়। কত্থক পরিবেশন করবেন প্রেরণার শিল্পীরা নির্দেশনায় লুনা পোদ্দার। সংগীত নির্দেশনায় জয়ন্ত বন্দ্যোপাধ্যায়, আলো দীনেশ পোদ্দার। মহামারী চলাকালীন এটি প্রথম অফিসিয়াল ওপেন এয়ার পারফরম্যান্স পোস্ট লকডাউনে হতে চলেছে।

Leave a Reply

0 Comments
scroll to top