Close

‘নিঃশর্ত’র ট্রেলার প্রকাশ পেল

✍️By Ramiz Ali Ahmed
পরিচালক সৌভিক দে’র নিপুন পরিচালনার সাক্ষর আমরা পেয়েছি ‘বিজয়া দশমী’,’বরফি’,’৬০ এর পরে’র মতো পূর্নদৈর্ঘ্যের বাংলা ছবিতে।এহেন পরিচালকের কাছ থেকে এবার আমরা উপহার পেতে চলেছি ‘নিঃশর্ত’ নামক স্বল্প দৈর্ঘ্যের ছবি।

মে মাসের ৩ তারিখে দিদা (Diiadaa) নামক ইউটিউব চ্যানেলে ‘নিঃশর্ত’ মুক্তি পেতে চলেছে।প্রধান ৪টি চরিত্র নিয়ে প্রায় ২২ মিনিটের এই স্বল্প দৈর্ঘ্যের ছবিতে রয়েছে জমাটি প্রেমের গল্প,অ্যাকশন,গান।ছবির কাহিনি লিখেছেন পরিচালক সৌভিক দে নিজেই।চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সমরেশ দাস।সঙ্গীত পরিচালনা করেছেন সৌগত এবং জয়।গান লিখেছেন ভাস্কর।আবহ সঙ্গীতে সায়ন্তন মিস্ত্রি।চিত্রগ্রহণ করেছেন আকাশ মিশ্র ও ইমন দে।

‘নিঃশর্ত’ একটা ভালোবাসার গল্প বলে, যে ভালোবাসা আর পাঁচটা সাধারণের মতোই। শূন্যস্থানের মধ্যে পূর্ণতার যে আনন্দ, সেই সমস্ত কিছুর গন্ডি ছাড়িয়ে তারা কাছে আসতে চায় বলা চলে ভীষণভাবে ভালোবাসতে চায়। যারা একদিন এক চিলতে রোদ্দুর হওয়ার স্বপ্ন দেখেছিল তারা আজ আসমুদ্রহিমাচলের প্রতি তীর্থে ভালোবাসার উদাত্ত মন্ত্র ছড়িয়ে দিতে চায়, আর তারই এক ধাপ এগিয়ে দিয়েছে গল্প বলার মধ্যে দিয়ে পরিচালক সৌভিক দে।

ছবির কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় রাজনৈতিক নেত্রী রাজন্যা হালদার ও অভিনেতা সৈকত দে।

বুধবার নোয়া বুটিক কাম ক্যাফেতে ‘নিঃশর্ত’ টিমের উপস্থিতিতে প্রকাশ পেল স্বল্প দৈর্ঘ্যের এই ছবির ট্রেলার।

Leave a Reply

0 Comments
scroll to top