Close

নাবিক নাট্যমের রাখি বন্ধন উৎসব



ইন্দ্রজিৎ আইচ

গত 12/08/2022 শুক্রবার মহা সাড়ম্বরে নিজেদের মহলাকক্ষে রাখী বন্ধন উৎসব উদযাপন করলো গোবরডাঙ্গা নাবিক নাট‍্যম। সংস্হার সম্পাদক ও সহ সম্পাদক অনিল কুমার মুখার্জী এবং অবিন দত্ত রাখী বন্ধন উৎসবের তাৎপর্য ব‍্যাখ‍্যা করেন। সংস্হার নাট‍্য কর্মশালার কচিকাচারা সংস্হার সদস‍্য সদস‍্যারা এবং আমাদের শুভাক্ষাঙ্কি, শুভনাধ‍্যায়িরা রাখী বন্ধনে অংশগ্রহন করে একে অপরের হাতে রাখী পরিয়ে সাংস্কৃিতিক অনুষ্ঠান শুরু হয়। নাট‍্য কমাশালার শিশু কিশোরেরা এবং সংস্হার সদস‍্য সদস‍্যেরা নাচ, গান ও আবৃত্তির মধ‍্যে দিয়ে রাখী বন্ধন দিবস উদযাপন করা হয়। সব শেষে সংস্হার সভাপতি ও পরিচালক জীবন অধিকারীর হাতে রাখী পরিয়ে সকলকে মিষ্টি মুখ করিয়ে রাখী বন্ধন উৎসবের সমাপ্তি ঘোষনা করা হয়।

Leave a Reply

0 Comments
scroll to top