নিজস্ব প্রতিবেদক:’ব্রহ্মকুমারী ঐশ্বরীয় বিদ্যালয়’-এর সৌজন্যে আজ কোলকাতার ‘নর্থ পয়েন্ট সিনিয়র সেকেণ্ডারী বোর্ডিং স্কুল’-এ হয়ে গেল ‘জীবন শৈলী’ (Art of Living) শিক্ষণ সম্পর্কিত এক অতি সংক্ষিপ্ত প্রশিক্ষণ পর্ব।
আধুনিক ব্যস্ততাময় জীবনে মানসিক চাপের শিকার প্রতিটা ব্যক্তি। বিদ্যালয়ের প্রধানশিক্ষক হোক চাই ছাত্রছাত্রী বা শিক্ষাকর্মী প্রত্যেকেই আজ নানান চাপের শিকার।
আর এই চাপ আর জীবনে ষড় রিপুর প্রভাব কখন যে মানুষকে ধীরে ধীরে শরীরে মনে অসুস্থ করে তুলছে তা সহজে কেউই বুঝতে পারেন না।
আমাদের দেশ তথা রাজ্যের শিক্ষাকেন্দ্রগুলোও এই চাপের বাইরে নেই।
কোথাও শিক্ষক ও ছাত্রছাত্রী অনাবশ্যক চাপ সহ্য করতে না পেরে একে অপরের শত্রু হয়ে উঠছে তো কোথাও আবার পড়াশোনা ও ব্যক্তিগত জীবনের চাহিদাজনিত চাপ সহ্য করতে না পেরে অনেকে নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিয়ে দিচ্ছেন। এর থেকে কী সমাজের পরিত্রাণ নেই …. ?
এই গড্ডালিকা প্রবাহ থেকে সমাজের মুক্তির একমাত্র পথ হতে পারে পরিবর্তিত ‘জীবন শৈলী শিক্ষা’।
আজ মীনা শেঠী মণ্ডল-এর উপস্থিতিতে ‘ব্রহ্মকুমারী ইন্সটিটিউট’-এর তরফ থেকে সিস্টার সুস্মিতা ‘জীবন শৈলী শিক্ষা’ সম্পর্কিত নানান বিষয়ের উপর প্রাঞ্জল ও মনোজ্ঞ ধারণা দিয়ে বিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করেন।