আনন্দ সংবাদ লাইভ :থিয়েটার ও টেলিভিশন জগতের পরিচিত মুখ তনুশ্রী গোস্বামী।পাশাপাশি ছবিতেও তাকে দেখা যায়।এই মুহুর্তে তিনি ব্যস্ত টেলিভিশনে।ব্যস্ততার মধ্যেই এই অভিনেত্রী মৈনাক সরকারের ক্যামেরায় ধরা দিলেন নতুন রূপে।প্রিয়া প্রধানের কস্টিউমে সবুজ পয়রার মেকআপে তনুশ্রী হয়ে উঠেছেন অপরূপা।দেখে নিন তনুশ্রীর নতুন লুক।এর সাথে একটি সুন্দর প্রমো শুট হয়েছে।ক্যামেরা করেছেন অন্তহীন পার্থ এবং এবং এডিটিং এর দ্বায়িত্ব সামলেছেন প্রশান্ত পাপাই রায়।
তনুশ্রীর নতুন লুকের ছবি: