Close

নতুন চ্যালেঞ্জের “খোঁজ” – এ অভিনেত্রী স্নেহা

সাংবাদিকতা করার সময় থেকে অভিনেত্রী স্নেহা মুখার্জীকে কম বেশী অনেকেই চেনে।এরপর স্নেহা অভিনয় জগতে একটু একটু করে সাফল্য অর্জন করেন।স্নেহাকে আমরা একাধিক চরিত্রে অভিনয় করতে দেখেছি।এইবার আসছে ডিরেক্টর রাজদীপ রায় ও প্রোডিউসার প্রদীপ কুমার গোস্বামীর ওয়েব সিরিজ “খোঁজ“।স্নেহা এই সিরিজে একটি প্রস্টিটিউট চরিত্রে অভিনয় করেছেন।

এই চরিত্রটা ঠিক কতটা চ্যালেঞ্জিং ছিলো?

আর্টিস্ট মানেই নতুন চ্যালেঞ্জ, নতুন ভূমিকা, নতুন রূপ।প্রস্টিটিউট চরিত্রে অভিনয় করাটা খুবই চ্যালেঞ্জিং ছিলো।কিন্তু ডিরেক্টর রাজদীপ রায় এতো সুন্দর করে বুঝিয়েছিলেন যে অভিনয় করতে কোনো অসুবিধা হয় নি।এখানে আমার সাথে অভিনয় করেছেন অপূর্ব মুখার্জী ও আরও অনেকে।

শুটিং কোথায় হয়েছিলো?

শুটিং পুরোটাই কলকাতায় হয়েছে ।নর্থ ও সাউথ কলকাতা দুই জায়গাতেই

শুটিংয়ের কোনো অভিজ্ঞতা?

শুটিং মানেই নতুন কিছু শেখা ও নতুন অভিজ্ঞতা।আমরা খুব মজা করে শুটিংটা করেছি।সিনেমাটোগ্রাফার আকাশ পাল খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন আমাদের চরিত্রগুলোকে তার ক্যামেরাতে।

খুব তাড়াতাড়ি রিলিজ হচ্ছে “খোঁজ“।আর এটা দেখা যাবে ছায়া ছবি ইউটিউব চ্যানেলে

Leave a Reply

Leave a comment
scroll to top